শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ফতুল্লায় ট্রলারডুবির ঘটনায় আরও তিন জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২, ০৩:৫২

ফতুল্লায় ট্রলারডুবির ঘটনায় আরও তিন জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় উদ্ধার করা হয়েছে নিখোঁজ আরও তিন জনের মরদেহ।

সোমবার (১০ জানুয়ারি) সকালে তানিম, আব্দুলাহ ও সামসুদ্দিন নামে তিন জনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ ১০ জনের মধ্যে নয় জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছেন তাসফিয়া নামে একজন। এর আগে ৯ জানুয়ারি সকালে চার জনের ও বিকেলে দুজনের লাশ উদ্ধার করা হয়।

ফতুল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল থেকে ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ বাহিনী, বিআইডাব্লিউটিএ এর উদ্ধারকারী ছয়টি ইউনিট। সকালে ধলেশ্বরী নদীতে ওই তিন জনের লাশ ভেসে ওঠে।’

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top