হিলিতে করোনা ও ওমিক্রন নিয়ন্ত্রণ প্রতিরোধ বিষয়ে সভা

হিলি থেকে | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২, ০৪:৩২

হিলিতে করোনা ও ওমিক্রন নিয়ন্ত্রণ প্রতিরোধ বিষয়ে সভা

হিলিতে করোনা কোভিড-১৯ ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সভা। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা।

উপজেলা নির্বাহী অফিসার নুর এ আলম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, কাস্টমস, পানামা পোর্ট, ইমিগ্রেশন, হাসপাতাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীরা। এখন থেকে নো মাস্ক নো সেবা কার্যক্রম চলবে। মাস্ক ছাড়া কেউ সরকারী সেবা নিতে এলে সেবা দেওয়া হবে না। এছাড়াও ভারত থেকে আগত বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের করোনার এনটিজেন ড্রপ টেস্ট ও ও ভারতীয় ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করার পর দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

পার্শ্ববর্তী দেশে করোনা ও ওমিক্রন ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় সকলকে মাক্স পরিধানের ব্যাপারে সচেতনতা করতে হবে। এবং কোনপ্রকার জন সমাবেশ করা যাবেনা বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top