শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

চট্টগ্রামের একটি পোশাক করাখানায় আগুন

চট্টগ্রাম | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২, ০১:১০

চট্টগ্রামের একটি পোশাক করাখানায় আগুন

চট্টগ্রাম নগরীর ষোলশহরের পলিটেকনিকের বায়েজিদ থানা এলাকায় একটি পোশাক করাখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১১টি গাড়ির অনেকক্ষণ চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে আগুন।

বায়েজিদ থানার টেকনিক্যাল মোড় এলাকায় মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনিক্যাল মোড়ের একটু আগে আনোয়ারা গার্মেন্টস নামের কারখানায় আগুন লাগে। আমাদের তিনটি ইউনিটের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলে জানান তিনি।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top