নারায়ণগঞ্জের কারখানার আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২২, ০২:৩৪
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ককশিট তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আরেফিন এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
এছাড়া, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘সকাল ১০টা ২৪ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর আসে আমাদের কাছে। প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: নারায়ণগঞ্জ আগুন আগুন নিয়ন্ত্রণে
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।