ঘোড়াঘাটে শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা (ফাইজার) প্রদানের উদ্বোধন
ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২২, ১০:৫৭
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শিক্ষার্থীদের (১২-১৮) কোভিড-১৯ টিকা (ফাইজার) প্রদানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে এ টিকার উদ্বোধন করা হয়।
ঘোড়াঘাট উপজেলা পরিষদের ব্যবস্থাপনায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আনোয়ার, আবাসিক মেডিকেল অফিসার পার্থ জ্বীময় সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার সহ আরও অনেকে। এ সময় উপজেলার ৬ টি স্কুল কলেজের ১’ হাজার শিক্ষার্থীদের টিকা প্রদানের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ওসমানপুর উচ্চ বিদ্যালয়, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ছয়ঘট্টী দাখিল মাদ্রাসা, রানীগঞ্জ মহিলা কলেজ, ঘোড়াঘাট মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ঘোড়াঘাট কোভিড-১৯ টিকা ফাইজার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।