ব্রাহ্মণবাড়িয়ায় এতিমখানায় হামলা, আহত ৩১ শিশু
ব্রাহ্মণবাড়িয়া থেকে | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২, ২২:১০
ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় মদিনাতুল তাহফিজ একাডেমি ও এতিমখানায় ঢুকে ৩১ শিশুকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে এতিমখানার পরিচালক হাফেজ ইমরান বলেন, এতিমখানার শিশুরা পাশে খালি জায়গায় খেলাধুলা করছিল। এসময় স্থানীয় এক ছেলের উপর বল পড়ে। এনিয়ে তর্কবিতর্ক হয়। শিশুরা মাগরিবের নামাজের আগে এতিমখানায় ফিরে এসে ওজু করে নামাজের প্রস্ততি নিচ্ছিল। এসময় দলবেধে নারী-পুরুষ এতিমখানায় হামলা করে শিশুদের পিটিয়ে আহত করে। এছাড়া শিশুদের খাবারসহ মালামাল লুট করে নিয়ে গেছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, হামলার ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। শিশুদের চিকিৎসা শেষে মাদরাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা এই ঘটনায় ফয়সাল (৩৫) ও জাহিদুল ইসলাম (৩২) নামের দুইজনকে আটক করেছি।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।