• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সৈয়দপুরে সাবেক সাংসদ আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

সৈয়দপুর থেকে | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২২, ০৩:৫২

সৈয়দপুরে সাবেক সাংসদ আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাংসদ, সৈয়দপুর পৌরসভার চার বারের নির্বাচিত মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । শুক্রবার (১৪ জানুয়ারী) তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালন করে।

কর্মসূচীগুলোর মধ্যে ছিল সকাল ১০টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে কোরআনখানি, বাদ জুমা মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুঃস্থদের খাবার বিতরণ এবং বিকেলে মরহুমের কবর জিয়ারত। এ সময় দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন । এছাড়াও সৈয়দপুর পৌরসভা, মকবুল হোসেন ট্রাষ্ট একাডেমি, বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্লাব বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করে।

প্রসঙ্গত, গেল বছর ১৪ জানুয়ারি সকাল ৭টায় ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৭ বছর বয়সী সাবেক সাংসদ ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক এবং সৈয়দপুর (সাংগঠনিক) জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ডায়াবেটিস ও শ্বাসকষ্ট নিয়ে ১৫ দিন আগে ওই হাসপাতালে ভর্তি হন। সেখানে তৃতীয় দফায় কোভিড-১৯ পজিটিভ আসে। মৃত্যুর পরদিন ১৫ জানুয়ারি বাদ জুমা সৈয়দপুর পৌর এলাকার পাটোয়ারী পাড়া মকবুল হোসেন কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top