ঢামেকে করোনা ও উপসর্গে ভর্তি ২৪২ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ০১:১১
২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন ও বার্ন ইউনিট করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২৪২ জন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৮৪ জন।
শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় ২৪২ জন রোগী উপসর্গ ও করোনা নিয়ে ভর্তি আছে। এদের মধ্যে ৮৪ জন করোনায় আক্রান্ত। আরো অনেক রোগীর পরীক্ষার রিপোর্ট বাকি আছে।
তিনি আরো জানান, হাসপাতালে তৃতীয় তলায় পিসিসিইউতে ও ৮ ও ৯ তলায় মোট চারটি ওয়ার্ডের করোনা আক্রান্ত রোগিদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি হাসপাতালের বার্ন ইউনিটে শিশুসহ বড়দের করোনা আক্রান্ত রোগীদের ভর্তি রেখে সার্জারি করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।