শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২২, ০৩:৫২

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু

দিনদিন চট্টগ্রামে আক্রান্তের হার বেড়েই চলছে। এর অন্যতম কারণ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনও ভিড় করতে দেখা যাচ্ছে। সেইসাথে গণপরিবহন শপিংমল পর্যটন স্পট কোথাও মেনে চলা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার (১৭ জানুয়ারি) করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ২ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা করে ৭৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় মৃত তিনজনই চট্টগ্রাম মহানগরী এলাকার। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরীতে রয়েছে ৫৯৭ জন ও বিভিন্ন উপজেলার ১৪৫ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top