খুলনা বিভাগে একদিনে করোনা শনাক্ত ১৫৮ জনের

খুলনা থেকে | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২২, ০৩:০২

খুলনা বিভাগে একদিনে করোনা শনাক্ত ১৫৮ জনের

খুলনা বিভাগে আবারো বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা। ২৪ ঘণ্টায় বিভাগের দশ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৫৮ জন। এ সময় মারা গেছেন ২জন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ পর্যন্ত খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১৪ হাজার ৪১৮জন এবং মারা গেছেন ৩ হাজার ১৯৭ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সূত্র জানান, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে খুলনা জেলায় ৫০জন।

আক্রান্তদের মধ্যে যশোরের ৩৩, কুষ্টিয়ার ২৯, ঝিনাইদহের ২৮, চুয়াডাঙ্গার ৬, বাগেরহাটের ৩, নড়াইলের ৩, মাগুরার ৩, সাতক্ষীরার ২ ও মেহেরপুরের ১ জন। তবে, এ সময় বিভাগের দশ জেলার মধ্যে শুধুমাত্র কুষ্টিয়ায় মৃত্যু হয়েছে ২ জনের।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top