অনশন শুরু শাবিপ্রবি শিক্ষার্থীদের, মাঠে শিক্ষকরাও
সিলেট থেকে | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২, ০৩:৪০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।
এদিকে মাঠে নেমেছেন শাবিপ্রবি’র শিক্ষকরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেখা যায় প্লাকার্ড নিয়ে কয়েকজন শিক্ষককে দাঁড়িয়ে থাকতে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা আশরাফুন এতে নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। সে সময় তারা ভিসিকে দুপুর ১২টার মধ্যে পদত্যাগের করার আহ্বান জানান। পদত্যাগ না করলে আমরণ অনশন করার ঘোষণা দেন তারা।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।