রাতভর অনশন চালিয়েছে শাবিপ্রবি শিক্ষার্থীরা
সিলেট থেকে | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ০২:৩০
এখনও অনশন চালিয়ে যাচ্ছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে অনশনে বসা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী। এতে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনরত দুই শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় পাওয়া শেষ খবর অনুযায়ী,একই জায়গায় অবস্থান করছিলেন অনশনকারী শিক্ষার্থীরা । উপাচার্যের বাসভবনের সামনে বুধবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে বিক্ষোভ কর্মসূচির সময় ওই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। অ্যাম্বুলেন্সে করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। অসুস্থ শিক্ষার্থীরা হলেন, বাংলা বিভাগের মোজাম্মেল হক ও সমাজকর্ম বিভাগের দীপান্বিতা বৃষ্টি।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি ও অনশন চলাকালে রাতে জ্ঞান হারিয়ে ফেলেন মোজাম্মেল। এর কিছুক্ষণ পর দীপান্বিতা নামের আরেক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাদের অবস্থা স্থিতিশীল।
এদিকে একই দিন রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক আন্দোলনরতদের সঙ্গে কথা বলতে গেলে। প্রতিবাদী স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।