চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ৯৩০ জনের
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ০০:৫৮
                                        চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৩০ জনের। এ সময় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জানা গেছে, এদিন ৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছে ৯৩০ জন। নতুন করোনা আক্রান্ত ৭৫৭ জন মহানগরীতে ও ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৩৭৬ জন আক্রান্ত হয়েছে ও ১ হাজার ৩৪২ জন করোনায় মারা গেছে।
এদিকে, কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছে না চট্টগ্রামের সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনও ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন, শপিংমল, পর্যটন স্পটসহ কোথাও মেনে চলা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
এনএফ৭১/এনজেএ/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।