পার্বতীপুরে সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ
পার্বতীপুর থেকে | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ১৩:৩৫
দিনাজপুরের পার্বতীপুরে সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে ৩দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিদ্যালয়ের সভাপতি মুহাঃ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক খালদ শরাফি। বিশেষ অতিথি হিসাবে-উপস্থিত ছিলেন ভবানীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মবিদুল ইসলাম, হাজী ছানাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেরাব আলী সরদারসহ এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকও সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকসহ এলাকার বিশেষ ব্যক্তিবর্গ।
উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২০টি স্টলে সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী প্রজেক্ট সমূহ উপস্থাপন করেন। অতিথি-গন মেলার এসব স্টল ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ শিক্ষক ও শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সবুজসাথী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল অতিথি-গনকে ও প্রজেক্ট উপস্থাপনকারী ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কার ও সম্মাননা স্মারক উপহার দেয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ২টায় উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১০নং ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. জালাল আকবর, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর মোঃ আমিনুল হক সরকার, কারমাইকেল কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক খালদ শরাফি ও বখশিগঞ্জ ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান চৌধুরী।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।