মন্ত্রীর সঙ্গে শাবিপ্রবি শিক্ষার্থীদের ফের বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২২, ০০:৫৫
উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শনিবার (২২ জানুয়ারি) ভার্চ্যুয়ালি বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে এ বৈঠকেও চলমান সংকট নিয়ে কোনো সমাধান আসেনি।
বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের দাবির কথা লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন। সেটা পাওয়ার পর তিনি এ নিয়ে পরবর্তী উদ্যোগ নেবেন। পাশাপাশি শিক্ষার্থীদের অনশন ভাঙারও আহ্বান জানান মন্ত্রী।
রবিবার (২৩ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটির আরেকটি বৈঠক হওয়ার কথা। আলোচনার মাধ্যমেই এই সংকট সমাধান করা সম্ভব বলে আশা করেন শিক্ষামন্ত্রী।
তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, আলোচনার পাশাপাশি তাদের আন্দোলন ও অনশনও চলবে। সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি মন্ত্রীকে জানিয়েছে, তারা অন্য আন্দোলনকারীদের সঙ্গে আলাপ করে রবিবার সকালে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীকে অবহিত করবে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈঠক করতে শিক্ষামন্ত্রীর প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শাবিপ্রবিতে আসে। বৈঠকে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় তুলে ধরেছে। রাত ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ২৫ থেকে ৩০ জনের একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিল। এরমধ্যে দুইজন অনশনকারী শিক্ষার্থীও ছিলেন।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, শিক্ষামন্ত্রী লিখিতভাবে শিক্ষার্থীদের সব জানাতে বলেছেন। এরপর তিনি সমস্যা সমাধানের চেষ্টা করবেন। শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি অন্য আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে শিক্ষামন্ত্রীকে বলেছে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।