রামেক করোনা ও উপসর্গে ৩ জনের মৃত্যু
রাজশাহী থেকে | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২২, ০৩:৫৮
২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের।এ নিয়ে রাজশাহীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৬০ দশমিক ৪৯ শতাংশে। শনাক্তের হার একদিনের ব্যবধানে প্রায় ১৭ শতাংশ বেড়েছে।
তবে করোনা শানাক্তের হার বাড়লেও হাসপাতালে শনাক্তের তুলনায় রোগীর ভর্তির হার সামান্য। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫১ জন চিকিৎসাধীন। অন্যদিকে ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ২৭৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা ধরা পড়েছে ১৬৬ জনের।
জানা গেছে, মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। তাদের বয়স ৪১ থেকে ৬১ বছরের মধ্যে। তারা সকলেই রাজশাহী জেলার বাসিন্দা।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।