রামেকে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩ জনের
রাজশাহী থেকে | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২২, ০৩:২১
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও তিনজনের। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন দু'জন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী তিনি বলেন, মৃতদের মধ্যে দু'জন চাঁপাইনবাবগঞ্জ ও একজন রাজশাহী জেলার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী ছিলেন। তাদের বয়স ২১ থেকে ৬১ বছরের মধ্যে।
এদিকে, ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে ৫৪৫ টি নমুনা পরীক্ষায় ৩০৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তারা সকলেই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।