লক্ষ্মীপুরে নির্বাচিত ২৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২২, ০৫:০৫

লক্ষ্মীপুরে নির্বাচিত ২৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামগঞ্জ ও সদর উপজেলায় নির্বাচিত ১৪ জন চেয়ারম্যান শপথ নিয়েছেন।মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোট ১৪ জন চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসক নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন।আজকের শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। আপনাদের বিচারিক ক্ষমতাও দেওয়া আছে।গ্রাম আদালতের বিচারগুলো যেন সঠিকভাবে নিষ্পত্তি করা হয়, সেদিকে খেয়াল রাখবেন। ওয়ারিশ সনদ ও নাগরিক সনদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করবেন।আপনারা ইউনিয়ন জনগণের আশা ও ভরসার স্থল। আপনারা নির্বাচিত চেয়ারম্যান সবার জন্য। কে আপনাকে ভোট দিল বা না দিল, তা দেখবেন না। আপনাদের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জেলা নির্বাচন কমিশন মুহাম্মদ নাজিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এমরান হোসেন, রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তী চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা প্রমুখ।

এনএফ৭১/এনজেএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top