ভাসানচরে রোহিঙ্গাদের ২০ লাখ ডলার সহায়তায় দেবে জাপান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২, ০৩:৩৮

ভাসানচরে রোহিঙ্গাদের ২০ লাখ ডলার সহায়তায় দেবে জাপান

নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ মার্কিন ডলার দেবে জাপান। শুক্রবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ জাপান দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ব্যয় করতে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরকে এক মিলিয়ন ডলার (১০ লাখ) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপিকে এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট সমাধান গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশ সরকারের উদ্যোগ প্রশংসনীয়। ভাসানচরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে জাতিসংঘ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।

এনএফ৭১/এমএ/২০২২

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top