ফকিরহাটে উচ্চ শিক্ষা সহায়তা প্রকল্পের সভা অনুষ্ঠিত
ফকিরহাট থেকে | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২, ০৬:৫৭
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নে উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বেতাগা লোক সংস্কৃতি কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়।
বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অমিত রায় চৌধুরী, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেতাগা পাবলিক লাইব্রেরীর সভাপতি মো. ইউনুস আলী শেখ, বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের বৃত্তি বাছাই উপ কমিটির আহবায়ক দাশ শিশির কুমার, প্রাক্তন প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ, নিখিল চন্দ্র দাশ, একরাম হোসেন বকুল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যকর্মী সবুজ মিত্র প্রমূখ।
এসময় বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্প, বৃত্তি বাছাই উপ কমিটি, বেতাগা ইউনিয়ন শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি ও বেতাগা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।