পার্বতীপুরে অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই
পার্বতীপুর থেকে | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২২, ০৪:৩৮
দিনাজপুরের পার্বতীপুরে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ফুটবল (অনূর্ধ্ব-১৫) প্রতিভাবান খেলোয়াড় বাছাই ২০২২ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বেলা ২টায় পার্বতীপুর আধুনিক স্টেডিয়াম মাঠে দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল (অনূর্ধ্ব-১৫) প্রতিভাবান খেলোয়াড় বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার ও এএফসি লাইসেন্সধারী কোচ ও বাছাই পর্বের প্রোগ্রাম কোচ সোহেল রানা। পার্বতীপুর ফুটবল একাডেমির সহযোগিতায় এ খেলোয়াড় বাছাই অনুষ্ঠানে ক্রীড়া একাডেমির পরিচালক শমশের আলী ও সহ-সভাপতি শাহাজুল ইসলাম উপস্থিত থেকে অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা জানান।
ক্রীড়া অফিসার হীরা আক্তার জানান, ফুটবল (অনূর্ধ্ব-১৫) প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের এ পর্বে দিনাজপুর জেলায় ২৪ জন খেলোয়াড়কে চূড়ান্তভাবে বাছাই করা হবে। আমরা প্রতিটি উপজেলায় এ বাছাই পর্ব অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। পার্বতীপুরে সবচেয়ে বেশী প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: পার্বতীপুর দিনাজপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।