ফকিরহাটে ৫ স্বাস্থ্যকর্মীসহ ৭২ জন করোনা আক্রান্ত
ফকিরহাট থেকে | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২২, ০৫:২১
বাগেরহাটের ফকিরহাটে করোনা প্রকোপ বেড়েই চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ স্বাস্থ্য কর্মীসহ ইতোমধ্যে ৭২জন করোনা আক্রান্ত হয়েছে।উপজেলার কোথাও স্বাস্থ্যবিধি মানার চিত্র দেখা যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও নেন পর্যাপ্ত উদ্যোগ।
রবিবার (৩০ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছর্দি জ্বরে আক্রান্ত রোগীর ভিড় দেখা যায়।অন্যান্য রোগীর সাথে ২৫ দিনের শিশুসহ করোনা আক্রান্ত মা হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া হাসপাতালে আসা অনেক রোগী চিকিৎসকের পরামর্শ অগ্রাহ্য করে করোনা পরীক্ষা ছাড়াই বাড়ি চলে যাচ্ছেন প্যারাসিটামল জাতীয় ওষুধ নিয়ে। প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করেন সচেতন মহল। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ তাদের।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুকুমার ভট্টাচার্যের দেওয়া তথ্য মতে,গত ২৪ ঘন্টায় নতুন ১২জন সহ তৃতীয় ধাপে ৭২জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে চারজন নার্স ও একজন ওয়ার্ডবয় আছেন। এ নিয়ে উপজেলায় মোট ১ হাজার ৭০ জন কোভিড আক্রান্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে ২৬জনের।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.অসীম কুমার সমাদ্দার বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি দিন দিন মারাত্মক হচ্ছে। এ পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা,উপসর্গ দেখা দিলে করোনাভাইরাসের পরীক্ষা করার পরামর্শ প্রদান করেন।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।