৪২০ টাকার জন্য খুন

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২২, ০৫:২২

মাত্র ৪২০ টাকার জন্য দুই ভাই মিলে খুন করলেন নয়ন নামের এক যুবককে,ঘাতকরা আটক

সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় কিং এন্টারপ্রাইজের ম্যানেজার নয়ন খুনের ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার মিজানুর রহমান। রবিবার রাত ৮টায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় সদর থানার অফিসার ইনচার্জ ইফতেখার চৌধুরী, ওসি তদন্ত এজাজ আহমদ, ওসি অপারেশন আব্দুল আওয়ালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘটনাসূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকার কিং এন্টারপ্রাইজ টাইলসের দোকানের ম্যানেজার নয়ন (২২)কে এলোপাথাড়ি ভাবে ছুরিকাঘাত করে তার দুই বন্ধু রুহান ও রেজওয়ান। মাত্র ৪২০ টাকার দেনা পাওনা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রুহান ও রেজয়ান দোকানের ম্যানেজার নয়নকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়।

এ সময় আশপাশের লোকজন নয়নকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। নিহতের নাম নয়ন মিয়া (২২)। সে পৌর শহরের বড়পাড়া এলাকার ট্রাকড্রাইভার কাউসারের পুত্র। পুলিশ ঘটনার সাথে জড়িত রুহান ও রেজওয়ানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকতৃরা হলেন উজানীগাও গ্রামের বাসিন্দা নূরুল হোসাইনের পুত্র রোহান (২৪) ও রেজওয়ান (২৬) নামের আপন দুই সহোদর।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মাত্র ৪২০ টাকার দেনা পাওনা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ডটি ঘটে বিকাল সাড়ে ৩টায়। পুলিশ তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনার সাথে জড়িত আপন দুইভাইকে আটক করতে সক্ষম হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে দ্রুত অভিযোগ দায়ের করবেন বলে আশা করছি।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top