বিরামপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা ৩ জন নিহত
হিলি থেকে | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০১:০০
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন উপজেলার রেলগুম্টি রেল ক্রসিং এ মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মহিদুল ইসলাম।
তিনি বলেন,নিহত যাত্রীরা বিরামপুর থেকে মাইক্রোবাস যোগে জয়পুরহাটে ডাইভিং পরীক্ষা দেবার যাবার পথে বিরামপুর রেলগুম্টি রেলক্রসিং এ এসে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপেস তাদেরকে ধাক্কা দেয়।এসময় মাইক্রোবাসটি ট্রেনের ধাক্কায় প্রায় ১০ গজ দূরে দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা তিন যাত্রী মারা যায়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিরামপুর রেলক্রসিং গ্যাটম্যান সাইফুজ্জামান বলেন, ট্রেন আসতেছে জানার পর আমি গেইট ফেলে দেয় কিন্তু তারা মাইক্রোবাস নিয়ে গেইটের একপাশ দিয়ে ভিতরে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই তারা ছিটকে পড়ে নিহত হয়।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।