বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

রামেক করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ৩ জনের

রাজশাহী থেকে | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০১:২৬

রামেক করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ৩ জনের

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় দু’জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দুই রোগী মারা গেছেন। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই দু’জন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে। অন্যজন মারা গেছেন ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। এছাড়া বুধবার সকাল ৯টা পর্যন্ত এই ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৬৫ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের।

এদিকে, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৬০ জনের নমুনা পরীক্ষায় ১৫৫ জনের করোনা ধরা পড়েছে। এই ল্যাবে রাজশাহী জেলার ৩৩৯ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১২৫ জনের।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top