১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

চাঁদপুর থেকে | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০১:৫৫

১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কুয়াশা কমার পর মাঝ নদীতে আটকা পড়া ফেরি দুটি ছেড়ে যায়। এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘাট ব্যবস্থাপক আব্দুল মোমেন জানান, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার পর থেকেই কুয়াশা বাড়তে থাকে। এ সময় ফেরিগুলো ধীরে চলাচল করছিল। এরপর ১২টার দিকে কুয়াশা অনেক বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে মাঝনদীতে আটকা পড়ে কস্তুরী ও কাবেরী নামের দুটি ফেরি। সকালে এই দুই ফেরি চাঁদপুরের হরিণা ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।

তিনি আরও বলেন, শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ৭টি ফেরি চলাচল করে। বুধবার সকাল থেকে আবার সব চলতে শুরু করেছে। আশা করছি দিনের মধ্যেই সব যানবাহন নদী পার হতে পারবে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top