হাকিমপুরে মাস্ক না পড়ায় পথচারী দোকানিকে জরিমানা

হিলি থেকে | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২২, ০৫:০২

হাকিমপুরে মাস্ক না পড়ায় পথচারী দোকানিকে জরিমানা

দিনাজপুরেরর হাকিমপুরে মাস্ক না পড়ায় পথচারী, দোকানি, মোটরসাইকেল চালকসহ ৪জনকে ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, করোনা সংক্রামন রোধে যেসব বিধি নিষেধ আরোপিত রয়েছে বাজারগুলোতে সাধারন মানুষজন সেগুলো মানছে কিনা সেটি নিশ্চিতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজো মাস্ক না পড়ায় ও স্বাস্থ্যবিধি না মানায় ৪জনকে ৮শ টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় বা জনগনের মাঝে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা লক্ষ্য করা না যায়।

 

এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top