চারদিন ববিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পটুয়াখালীতে
পটুয়াখালী থেকে | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২২, ০০:২৬
পটুয়াখালীতে চার দিন বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। ওজোপাডিকোর’ (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গ্রীড উপ কেন্দ্রের ৩৩ কেভি বাসবার রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য, ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং ৫ ফেব্রুয়ারি (শনিবার) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এরপর ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ১২ ফেব্রুয়ারি (শনিবার) বন্ধ রাখা হবে।
উল্লেখিত তারিখে প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পটুয়াখালী পৌরসভা ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাগরিকদের সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: পটুয়াখালী বিদ্যুৎ সরবরাহ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।