অস্ট্রিয়ায় তুষার ধসে ৫ জনের মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২২, ০১:০৫
অস্ট্রিয়ায় তুষার ধসে মৃত্যু হয়েছে ৫ জনের। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশটির টাইরোল প্রদেশে ঘটে এ ঘটনা।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, নিহতরা সবাই সুইস সীমান্তের কাছে একটি এলাকায় তুষারের নিচে চাপা পড়েন। এদিকে চলতি সপ্তাহে প্রচুর তুষারপাতের জন্য সতর্কতা জারি করেছে অস্ট্রিয়ার আবহাওয়া অধিদপ্তর। গত ৪৮ ঘণ্টায় টাইরোল প্রদেশে ৫০টির বেশি তুষার ধসের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রিয়ায় তুষার ধসে বছরে মৃত্যু হয়েছে গড়ে প্রায় ২০ জন মানুষের। তবে করোনার কারণে গেল ২ বছরে পর্যটক কম থাকায় এই মৃত্যু কমেছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।