পীর হাবিবুর রহমানের দাফন হবে সুনামগঞ্জে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ০২:৫২
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। রবিবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে পীর হাবিবুর রহমানের মৃতদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ ব্যক্তিগতভাবে অনেকে খ্যাতিমান এ সাংবাদিকের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
জানা গেছে, প্রেসক্লাব থেকে পীর হাবিবুর রহমানের মৃতদেহ দুপুর দেড়টায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে নেওয়া হবে। পরে তাকে বাংলাদেশ প্রতিদিন অফিস প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে সাংবাদিক পীর হাবিবুর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান সুনামগঞ্জে। সেখানেই তাকে সমাহিত করা হবে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।