পায়রা নদীতে অর্ধকোটি টাকার মুদি মালামাল নিয়ে ট্রলারডুবি

বরগুনার থেকে | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩০

পায়রা নদীতে অর্ধকোটি টাকার মুদি মালামাল নিয়ে ট্রলারডুবি

বরগুনার তালতলী উপজেলায় পায়রা নদীতে অর্ধকোটি টাকার মুদি মালামাল নিয়ে ঘটনা ঘটেছে একটি ট্রলারডুবির। শনিবার দিবাগত রাতে উপজেলার কবিরাজপাড়া এলাকার ডুবে যায় জামাল মাঝির ট্রলার।

জানা যায়, তালতলী বাজারের স্থানীয় মুদি মহাজনরা ওই ট্রলারে প্রতি সপ্তাহের শনিবার বরগুনা থেকে মালামাল নিয়ে আসেন। প্রতি সপ্তাহের মতোই উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া এলাকার জামাল মাঝির অনুপস্থিতিতে ট্রলারটি তার ছেলে চালাতেন। শনিবার মালবোঝাই করে বরগুনা থেকে ছেড়ে তালতলী বাজারের বগীরদোনা খালে প্রবেশ করছিল ট্রলারটি। এ সময় খালের মুখের চরের সঙ্গে ধাক্কা লাগে। এতে পায়রা নদীর স্রোতের তোড়ে ডুবে যায় ট্রলারটি। ট্রলারে তালতলী বাজার ও কবিরাজপাড়া বাজারের ১৭ ব্যবসায়ীর প্রায় অর্ধকোটি টাকার মালামাল ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

ট্রলারের মালিক মাঝি জামালের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে তালতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top