ফকিরহাটে ইউএনও-এসিল্যান্ড করোনা আক্রান্ত

ফকিরহাট থেকে | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ১০:৪১

ফকিরহাটে ইউএনও-এসিল্যান্ড করোনা আক্রান্ত

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁরা হোম আইসোলেশনে আছেন।

রবিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, তাঁর শিশু সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যদের করোনা পরীক্ষায় ফল পজিটিভ আসে। গত সপ্তাহে তার স্বামী করোনা আক্রান্ত হওয়ার পর থেকে তারা আইসোলেশনে ছিলেন। এদিকে গত বুধবার সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার করোনা আক্রান্ত হয়েছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, ইউএনও সানজিদা বেগম, তার শিশু সন্তান, মা এবং স্বামী করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন। সবার শারীরিক অবস্থা ভালো। এসি-ল্যান্ডও করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন।

রবিবার নতুন ৫ জন সহ উপজেলায় এযাবত করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ১ ৪৫ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ২৬ জনের।

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম জানান, তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top