পাইপ লাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন বিপিসি চেয়ারম্যান
পার্বতীপুর থেকে | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:৩২
পাইপ লাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন বিপিসি চেয়ারম্যান (সচিব) এ,বি,এম আজাদ।
সোমবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুর ও পরে পার্বতীপুর অয়েল ডিপো সংলগ্ন রিসিপ্ট টার্মিনাল নির্মান প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি পাইপলাইন প্রকল্প কাজের ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। বিপিসি চেয়ারম্যান প্রকল্প পরির্দশনকালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল) এর রেসিডেন্ট কনস্ট্রাকশন ম্যানেজার মীর নুর আলম, পার্বতীপুর এসি ল্যাান্ড প্রীতম সাহা, থানা পুলিশ, প্রকল্প পরিচালক টিপু সুলতান, ঠিকাদারী প্রতিষ্ঠান পাইপ লাইনার্স লিঃ এর এম,ডি শফিকুর রহমান, পার্বতীপুর অয়েল ডিপোর ইনচার্জ এমরানুল হাসান, পদ্মা অয়েল কোঃ লিঃ এর ডিএস আজম খান, মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর ডিএস কাজী মোঃ রবিউল আলম, যমুনা অয়েল কোঃ লিঃ এর ডিএস আহসান বিন তমাল প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালের ৩ ডিসেম্বর ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পাইপলাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়। পাইপলাইন প্রকল্পের মোট ১৩১ দশমিক ৫ কিমি পাইপলাইনের মধ্যে বাংলাদেশ অংশে ১২৬ দশমিক ৫ এবং ভারতের অংশে ৫ কিমিঃ। পাইপলাইনের ব্যাস ১০ ইঞ্চি। পার্বতীপুরে নতুন রিসিপ্ট টার্মিনাল নির্মান কাজ চলছে এবং এখানে ৪৮০০ মেঃটন ধারন ক্ষমতা সম্পন্ন ৬টি ট্যাংক নির্মান করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বতীপুরে জ্বালানি তেলের মজুদ ১৫ হাজার মেঃটন থেকে বৃদ্ধি পেয়ে ৪৩ হাজার ৮০০ মেঃটনে উন্নীত হবে। চলতি বছরের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: নতুন পাইপলাইন ভারত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।