রামেকে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩ জনের
রাজশাহী থেকে | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০৪:২৭
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস মৃত্যু হয়েছে আরও ৩ জনের। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২৪ ঘণ্টায় আইসিইউতে একজন এবং ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে ২ জন রোগী মারা গেছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন। ২৪ ঘণ্টায় করোনায় নওগাঁ ও নাটোরের একজন করে মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর একজন।
রাজশাহীর ১৭৭টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৪০টিতে। এছাড়া নাটোরের ১১০টি নমুনা পরীক্ষায় ৩২টিতে এবং জয়পুরহাটের ৭০টি নমুনা পরীক্ষায় ২২টিতে করোনা ধরা পড়েছে। শনাক্তের হার নাটোরে ২৯ দশমিক ০৯ শতাংশ এবং জয়পুরহাটে ৩১ দশমিক ৪৩ শতাংশ।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।