সাফারি পার্কের তদন্ত কমিটিতে পরামর্শক ৩ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২২, ০০:০৫
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক মাসের মধ্যে ১৩ প্রাণীর মৃত্যুর ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির কাজে সহযোগিতার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তিনজন বিশেষজ্ঞ কর্মকর্তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা প্রাণীগুলোর মৃত্যুর কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদান করবেন। একইসঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়েও পরামর্শ দেবেন।
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাণি সম্পদ মন্ত্রণালয় থেকে এই বিশেষজ্ঞদের মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনীত কর্মকর্তারা হলেন- কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. শফিউল আহাদ সরকার, ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে কর্মরত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকেশ চন্দ্র বৈদ্য ও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় কর্মরত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হুদা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্তী জানান, তারা কোনো তদন্ত কমিটির সদস্য নন। তবে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির কাজের সহায়তা এবং পার্কের পশুদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কেবল পরামর্শ দেবেন।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।