ফকিরহাটে বেতাগা ইউপির উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত
মুনাজ | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২২, ০৬:২৪
বাগেরহাটের ফকিরহাটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জন-অংশগ্রহণমূলক ইউনিয়ন পরিষদ গঠনে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে বেতাগার প্রতিটি ওয়ার্ডে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হচ্ছে। এ ধারাবাহিকতায় বেতাগা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের শ্রীরামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকাল ৪টায় উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উক্ত ওয়ার্ডের সকল জনগণের অংশ গ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উন্মুক্ত ওয়ার্ড সভার প্রবক্তা স্বপন দাশ। সভার উদ্বোধন করেন বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ. ইউনুস আলী শেখ।
এসময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে নিজেদের ওয়ার্ডের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন,উন্নয়ন বাজেট তৈরি, ওয়ার্ডের ইউনিয়ন কর নির্ধারণ বিষয়ে মতামত প্রদান করেন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বেতাগা ফকিরহাট ওয়ার্ড সভা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।