চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত ১০৭ জনের
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০৩:২৪
প্রায় ১ মাস পর চট্টগ্রামে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০৭ জনের। এ সময় করোনায় কেউ মারা যায়নি।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪.৯৬ শতাংশ।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন পরীক্ষাসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০৭ জনের। নতুন আক্রান্তের মধ্যে ৬৯ জন মহানগর এলাকার ও ৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: চট্টগ্রাম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।