ভালোবাসা দিবসে কুয়াকাটা সৈকতে হাজারো পর্যটকদের ভিড়
পটুয়াখালী থেকে | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০৪:০০
১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস আজ। ভালোবাসা দিবসকে ঘিরে সাগর কন্যা কুয়াকাটা সৈকতে সমাগম ঘটেছে হাজারো পর্যটকদের। তবে আগত এসব পর্যটকদের মধ্যে অধিকাংশই জুটি। পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে কাজ করছে ট্যুরিষ্ট পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার থেকেই কুয়াকাটায় আগমন ঘটতে শুরু করে পর্যটকের। সৈকতের পশ্চিম প্রান্তের লেম্বুরচর এবং পূর্ব প্রান্তের গঙ্গামতি পর্যন্ত পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে। এসব পর্যটকদের মধ্যে অধিকাংশই যুগল। অনেক আবার এসেছেন পরিবার সঙ্গে নিয়ে। আগত এসব পর্যটকরা সমুদ্রের ঢেউয়ে নেচে গেয়ে মেতেছেন আনন্দ উন্মাদনায়। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁতপল্লী, শুটকী পল্লী, ফিস ফ্রাইপল্লী ও আলীপুর-মহিপুর মৎস্যবন্দরেও রয়েছে পর্যটকদের উচ্ছাসিত উপস্থিতি। পর্যটকদের এমন ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে প্রায় ৭০ ভাগ হোটেল মোটেল। তবে সামাজিক দূরত্বসহ সরকারের জারি করা বিধি নিষেধ মেনে চলতে দেখা যাচ্ছেনা তাদের।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: পটুয়াখালী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।