মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে ২৫ জোড়া কবুতরের মৃত্যু
হিলি থেকে | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ০২:৪৫

দিনাজপুরের হিলি বাজারে লাইসেন্সবিহীন ভেটেরিনারি মন্ডল ফার্মেসির মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে মারা গেছে ২৫ জোড়া কবুতর। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর-এ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফার্মেসিটিকে বন্ধ করে দেওয়ার পাশাপাশি মালিককে দুই হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়। ইউএনও নুর-এ আলম বলেন, 'মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এই ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসিটিতে গবাদিপশুর মেয়াদ না থাকা ওষুধ পাওয়া যায়। এছাড়া এই ফার্মেসির কোনো লাইসেন্সও নেই। লাইসেন্স না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়েছে। মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।'
এদিকে ক্ষতিগ্রস্থ কবুতর খামারি ইয়াসিন আরাফাত বলেন, 'মন্ডল ফার্মেসি থেকে আমি আমার উন্নত প্রজাতি ২৫ জোড়া কবুতরের জন্য ওষুধ নিয়ে যায়। ওষুধ খাওয়ানোর পর থেকেই আমার কবুতর মারা যেতে শুরু করে। এক সপ্তাহে ২৫ জোড়া কবুতর মারা গেছে। এতে ৭৬ হাজার টাকা ক্ষতি হয়েছে। পরে আমি এ বিষয়ে ইউএনও’র কাছে অভিযোগ জানাই।'
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: কবুতর ২৫ জোড়া কবুতরের মৃত্যু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।