শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ০২:৪৯

লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরে কৃষক আকবর হোসেন হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও ৩ আসামী বেকসুর খালাস পেয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন, নুর মিয়া, সফিকুর রহমান, মো. তৌহির হোসেন ও মো. রুবেল হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জুয়েল, রাহেলা বেগম ও মোক্তার হোসেন। এর মধ্যে জুয়েল ও মোক্তার আদালতে উপস্থিত ছিলনা। খালাস পেলেন, ওসমান কবিরাজ, উম্মে হাবিবা সুমাইয়াসহ ৩জন।

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পর নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৯ সালের ১ এপ্রিল ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৩১ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জজ কোর্টের সরকারি কৌশুলী (পিপি) জসীম উদ্দিন বলেন, রায়ে রাষ্ট্র পক্ষ সন্তোষ রয়েছে। আসামী পক্ষের আইনজীবী মঞ্জুর জিলানী, এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আফিল করবেন বলে জানান।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top