উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সিলেট থেকে | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০২:১৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে নিন্দা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষার্থী মোহাইমিনুল বাশার রাজ ও শাহরিয়ার আবেদীন স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করা হয়।
এর আগে শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে টানা ২৭ দিন পর প্রকাশ্যে আসেন ভিসি ফরিদ উদ্দিন।
এরপর বিশ্ববিদ্যালয় দিবসের শোভাযাত্রায় যোগ দেন তিনি। পরে শোভাযাত্রা শেষে বক্তব্যে ভিসি বলেন, 'সত্যের জয় হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। এখানে যারা অন্যায় করবে তারা কোনো সময় পার পাবে না। যারা ভালো কাজ করবে আমরা তাদের উৎসাহিত করব। যারা অন্যায় করবে তাদেরকে আমরা কোনোভাবেই আশ্রয় দেব না।'
ভিসি আরও বলেন, '২০১৭ সালে আমি আসার পরে বলেছিলাম, এ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অন্যায় হবে না, কোনো দুর্নীতি থাকবে না। আজকে সাড়ে ৪ বছর পরে আনন্দের সাথে ঘোষণা করছি এ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটি বিশ্ববিদ্যালয়।'
উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, 'সাধারণ শিক্ষার্থীরা ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে ভিসি ফরিদ উদ্দিন আহমেদের ‘নির্লজ্জ মিথ্যাচার’ ও ‘মনগড়া’ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।'
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।