সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

বিএসএফের সঙ্গে বিজিবির বৈঠক

হিলি থেকে | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০৫:০৮

বিএসএফের সঙ্গে বিজিবির বৈঠক

হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নর্থ বেঙ্গলের আইজি অজয় সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. গোলাম মহিউদ্দিন খন্দকার।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় ভারতীয় অংশে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।

এর আগে বিএসএফের আমন্ত্রণে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. গোলাম মহিউদ্দিন খন্দকার সীমান্তের শূন্যরেখায় এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফের নর্থ বেঙ্গলের আইজি শ্রী অজয় সিং। এ সময় তার সঙ্গে ছিলেন রায়গঞ্জ বিএসএফ সেক্টর কমান্ডার শ্রীভাস্তুব, পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক জেটা সংকর সিং প্রমুখ।

বৈঠক শেষে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন সাংবাদিকদের জানান, মাদক, চোরাচালানসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় বাহিনীর মধ্যে কথা হয়েছে। এমন সৌজন্য সাক্ষাতের মাধ্যমে উভয় বাহিনীর মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top