সিলেটে পেঁয়াজ ও তেলের দাম বৃদ্ধি

সিলেট থেকে | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৫৭

সিলেটে পেঁয়াজ ও তেলের দাম বৃদ্ধি

সিলেটে সবজির দাম কিছুটা বাড়লেও কেজিতে পাঁচ থেকে সাত টাকা কমেছে আলু ও রসুনের দাম। অপরদিকে, পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম বেড়েছে কেজিতে চার থেকে সাত টাকা পর্যন্ত। রোববার (২০ ফেব্রুয়ারি) সিলেটের কয়েকটি বাজার ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

চালের দাম কেজিপ্রতি এক থেকে দুই টাকা পর্যন্ত বেড়েছে। তবে আগামী মাসে চালের দাম কমতে পাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, লালশাক, ধনেপাতা, মুলা ও শালগমের সরবরাহ স্বাভাবিক থাকলেও গত সপ্তাহের তুলনায় দাম কেজিতে দুই থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে।

সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহ ধরে নতুন আলুর সরবরাহ বেড়েছে। বন্দরবাজার, রিকাবীবাজার, মদিনামার্কেট, সোবহানীঘাটে আলু বিক্রি হচ্ছে ১২-১৪ টাকায়। গত সপ্তাহেও আলু ১৭-১৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এদিকে, পেঁয়াজের দাম কেজিতে ৩-৫ টাকা পর্যন্ত বেড়েছে। সর্বোচ্চ দাম কেজিপ্রতি ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আড়তে বিক্রি হচ্ছে ৪৭-৪৮ টাকায়। খুচরা বাজারে এটি বিক্রি হচ্ছে ৫২-৫৫ টাকায়।

অন্যদিকে, এক লিটারের বোতলজাত সোয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৫-১৬৮ টাকায়, যা গেল সপ্তাহের চেয়ে দাম পাঁচ টাকা বেশি। নগরের মেডিকেল রোডের লিবার্টি সুপারশপের মালিক-ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, কোম্পানিগুলো ভোজ্য তেলের দাম দফায় দফায় বাড়াচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতি লিটারে দাম বেড়েছে ৪-৫ টাকা হারে।

এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: সিলেট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top