ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী থেকে | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১৩:৩৮

ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস। এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানানো হয়।

বৃষ্টির কারণে এদিন কুয়াকাটায় আগত পর্যটকরা সৈকতে নামতে পারেননি। বেশিরভাগ পর্যটকরা হোটেলে সময় কাটিয়েছেন।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, গভীর সঞ্চালনশীল মেঘমালার ফলে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এছাড়া উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top