বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কক্সবাজারে ইয়াবাসহ এসআই গ্রেফতার

কক্সবাজার থেকে | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ০৩:০৮

কক্সবাজারে ইয়াবাসহ এসআই গ্রেফতার

কক্সবাজারে ইয়াবাসহ পুলিশের এক উপপরিদর্শকক (এসআই) ও তার সঙ্গে থাকা এক সহযোগীকে গ্রেপ্তারে পর কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত দুজনই রয়েছেন কক্সবাজার জেলা কারাগারে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, এসআই মো. কামরুজ্জামান ও তার সহযোগী সাইফুল ইসলাম। কামরুজ্জামান চট্টগ্রাম আদালতে জেলার চন্দনাইশ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত থাকার আগে তিনি কক্সবাজারের টেকনাফ থানায় ছিলেন।

জানা গেছে, শুক্রবার বিকেলে কক্সবাজারের রামুর মরিচা তল্লাশিচৌকি থেকে কামরুজ্জামান ও সাইফুলকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে যাওয়ার সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top