ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত এক শ্রমিক

নারায়ণগঞ্জ থেকে | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩৮

ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত এক শ্রমিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে এক শ্রমিক। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টায় সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘটে এ ঘটনা। পরে আহত একজন জানিয়েছে, দুর্বৃত্তদের মুখে মাস্ক পরা ছিল। নিহত ব্যক্তি ময়মনসিংহ কোতোয়ালি থানার পলাশপুরের জাহিদুল ইসলামের ছেলে মুন্না (২০)।

আহতদের একজন জানান, তারা ফতুল্লা রেলস্টেশনের বাসা থেকে কর্মস্থল হাজী জালাল আহমেদ স্পিনিং মিলে যাচ্ছিলেন। ফতুল্লা ইউনিয়ন পরিষদ গেটের কাছাকাছি পৌঁছালে মাস্ক পরা তিন যুবক তাকেসহ মারধর করে আরও এক শ্রমিককে। এ সময়ে তাদের সঙ্গে থাকা ২১০০ টাকা কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেয়। একটু পর মুন্না ওই স্থানে এলে তাকে মারধর করে ও ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় মুন্নাকে রাস্তা থেকে তুলে মিলের অন্যান্য শ্রমিকরা নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ফতুল্লা মডেল থানার অফিসার রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ঠিক কি কারণে হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। ছিনতাই না অন্যকিছু তা বের করার চেষ্টা করছে পুলিশ।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top