রূপপুর প্রকল্পে শ্রমিকের মৃত্যু
পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৩৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের চুল্লি থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তুষার আহমেদ (৩২)। তাঁর বাড়ি উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম। তিনি প্রকল্পে রুশ সাব-ঠিকাদার প্রতিষ্ঠান রোসেম কোম্পানির একজন শ্রমিক ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস।
ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, নিহত শ্রমিক তুষার রোসেম কোম্পানির দুই নম্বর ব্লকে কর্মরত ছিলেন। আজ ভোরে প্রায় ৮ তলা উচ্চতার সমান ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সকালেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ক্ষতিপূরণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।