টিকার লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাতে নিহত এক যুবক

বগুড়া থেকে | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ০২:২৫

টিকার লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাতে নিহত এক যুবক

বগুড়ার গাবতলী উপজেলায় কথা টিকাকেন্দ্রে লাইনে দাঁড়ানো নিয়ে কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন নাজিম উদ্দিন (১৯) নামে এক যুবক। এর আগে সন্ধ্যায় গাবতলী উপজেলার দাঁড়াইল বাজার এলাকায় ছুরিকাঘাতের শিকার হন নাজিম। নাজিম উপজেলার তরফসরতাজ পূর্বপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মৃত্যু হয় তার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার করোনার টিকাকেন্দ্রে লাইনে দাঁড়ানো নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয় নাজিমের। পরে বুধবার সন্ধ্যায় দাঁড়াইল বাজার এলাকায় যান নাজিম। ওই সময় তিন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। নাজিমের পেটে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করেন। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বগুড়া ছিলিমপুর (মেডিক্যাল) পুলিশ ফাঁড়ির এসআই মো. শামীম হোসেন জানান, লাশ হাসপাতালের মর্গে আছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

গাবতলী মডেল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top