রামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা করে মৃতদেহে আগুন
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ০২:৪৮
লক্ষ্মীপুরের রামগঞ্জে ছেলে তার বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা করে মৃতদেহে আগুন লাগিয়ে দিয়েছে। ক্রোধের বশবর্তী হয়ে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় ঘাতক ছেলে মিলন (২৬) তার মা ফাতেমা বেগমকে (৬০) হত্যা করে বলে জানায় পুলিশ ও এলাকাবাসী।
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের ওহাদ আলী ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মিলনকে আটক করা হয়েছে। নিহত ফাতেমা বেগম ওই বাড়ির মৃত আলী আকবরের স্ত্রী। তার তিন ছেলে রয়েছে। ঘাতক মিলন তার ছোট ছেলে। বড় ছেলে সৌদি প্রবাসী, মেঝো ছেলে ঢাকায় থাকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে।
এলাকাবাসী জানান, মিলন মানসিকভাবে অসুস্থ। বাড়িতে সে এবং তার মা একাই বসবাস করতো। বুধবার সন্ধ্যায় মিলনের মা ফাতেমা বাপের বাড়ি থেকে আসে। রাতে তারা ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় মিলন তার মাকে হত্যা করে মৃতদেহে কম্বল পেঁচিয়ে আগুন লাগিয়ে দেয়। ফজরের নামাজের সময় বাড়ির অন্য লোকজন ঘুম থেকে উঠলে ওই ঘর থেকে ধোয়া এবং গন্ধ বের হওয়া বিষয়টি জানতে পারে।
এ সময় তারা গিয়ে দেখে ফাতেমার মৃতদেহে আগুন জ্বলছে। পাশেই ছেলে মিলন বসা ছিলো। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ পুড়ে যাওয়া মৃতদেহটি উদ্ধার করে। আগুনে মৃতদেহের অনেকাংশ পুড়ে যায়। রামগঞ্জ থানার ওসি এমদাদ হোসেন জানান, এ ঘটনায় মিলনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: লক্ষ্মীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।