ফকিরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ০৬:১৮

বাগেরহাটের ফকিরহাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, মডেল থানার ওসি তদন্ত আলীমুজ্জামান।
আরও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শিরানা আক্তার কিসলু, মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, এ্যাড. হিটলার গোলদার, মো. ফারুকুল ইসলাম ওমর, মোড়ল জাহিদুল ইসলাম, এমডি সেলিম রেজা, সরদার আমিনুর রশিদ মুক্তি, উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হাসানসহ বিভিন্ন সংবাদকর্মীবৃন্দ।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বাগেরহাট আইনশৃঙ্খলা কমিটি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।